রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩১৫

১২৫৭
ডাক্তারবাবু যদি বলেন, 'সুস্থ হয়ে যাবেন ঘর'
মৃত্যুপথযাত্রী রোগীর কেঁপে ওঠে ম্লান অধর।
বাড়ে চোখের উজ্জ্বলতা সঞ্চারিত হয় পুলক
আস্থাভাজন লোকের বাণী ভরসা জোগায় নিরন্তর।

১২৫৮
তোমার ডাকে যেদিন এলাম হয়নি তখন রাত প্রভাত
মা'র আনন্দ দাইমা পাশে কান্না  শুরু তৎক্ষণাৎ।
জন্মদাত্রী দেখিয়ে দিল উত্তরণের সঠিক পথ
এই যে আমি এগিয়ে যাচ্ছি ধরা থাকে মায়ের হাত।

১২৫৯
সূর্য ওঠার অনেক আগেই পাখির যখন সকাল হয়
আমারও ঘুম ভাঙে তখন চতুর্দিকে আঁধার রয়।
পথের ডাকে বেরিয়ে পড়ি হৃদয় ভরায় স্নিগ্ধতা
ধীরে ধীরে আকাশ রাঙে এবার হবে সূর্যোদয়।

১২৬০
সাগরে জাল ফেলে আমি পেয়েছি এক জলপরি
এবার ওকে রাখব কোথায় দাওনা বলে কী করি।
সই ছাড়া ওর থাকতে ভাঙায় কষ্ট হবে বিলক্ষণ
প্রিয়তিকে দেওয়ার জন্য কিনেছি হার সাতনরি।

© অজিত কুমার কর