রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩১৩

১২৪৯
নারী কেবল খেলার পুতুল এই মনোভাব ত্যাগ কর
জবরদস্তি পুড়িয়েছ বাঁধতে দাওনি ওদের ঘর।
একুশ শতকেও দেখি চালিয়ে যাচ্ছ জোরজুলুম
অমানবিক ক্রিয়াকলাপ নৃশংসতা নিরন্তর।

১২৫০
সখীর সাথে প্রেমের চিঠি পড়ার যে কী আনন্দ
তা অনুভব করা কঠিন কেউ যদি হয় কবন্ধ।
হৃদসাগরে ওঠে তখন বিশাল বিশাল তরঙ্গ
কাব্যে প্রকাশ করলে সখী হবে সবার পছন্দ।

১২৫১
এখন ফসল তোলার সময় গিন্নিও যায় শ্রম দিতে
স্তন্য দিতে বিরতি চাই তাই কিষানি ছাউনিতে।
জননীর চাপ ঘরে বাইরে মমতাময় হৃদয় তাঁর
পারবে না এই  ভূমণ্ডলে মা'র দায়ভার কেউ নিতে।

১২৫২
কেন ভিক্ষা চাইতে হবে আছে শক্ত দুইটি হাত
উপার্জনেই ঘুচবে কষ্ট কেটে যাবে দুখের রাত।
মনকে এবার শক্ত কর শ্রমকে কেন পাচ্ছ ভয়
সামনে পড়ে সারাজীবন বন্ধ কর অশ্রুপাত।

© অজিত কুমার কর