রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩১২

১২৪৫
যত প্রতিবন্ধকতা ভালোবাসায় যায় ভেসে
বোঝাপড়া নিটোল ছিল মহামিলন তাই শেষে।
সবার কাছে এই পরিণাম হয়তো গ্রহণযোগ্য নয়
তাতে কী যায় আসে বল দিগদর্শন এই দেশে।

১২৪৬
কঠিন কাজে সফল হলে মেলে অপার আনন্দ
অলসভাবে না থেকে তাই কাজ করাটাই পছন্দ।
এতেই কর্মকুশলতা দিনে দিনে বৃদ্ধি পায়
শৃঙ্গকে জয় করার আগে গড়ে তুলি সম্বন্ধ।

১২৪৭
চতুর্দিকে ঔদাসীন্য জল অপচয় হয় দেদার
ভূগর্ভের জল যৎকিঞ্চিৎ ভাবছ অফুরান ভাঁড়ার।
বালি খুড়েও তখন মানুষ পাবে না এক ফোঁটাও জল
মৃত্যু অনিবার্য তখন, সময় এখন শোধরাবার।

১২৪৮
প্রতীক্ষা কি অনন্তকাল ভিড়বে কখন তীরে নাও?
তোমার ডাকেই খেয়াঘাটে সাকি এবার হাত বাড়াও।
তোমার মনোবাঞ্ছা কীযে ভেবে ভেবে হই ব্যাকুল
আর কত ভোগাবে বল এবার আমায় রেহাই দাও।

© অজিত কুমার কর