রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩১১

১২৪১
সহজে কি নাগাল পাবে ধরতে চাইছ ওই তারা
ওরাও তো আনে না ধরে মহাকাশে যায় যারা।
আমি কিন্ত খুব সহজেই মুঠোয় ভরি নক্ষত্র
চোখ বুজে রই মনকে ওড়াই বৃথা খাটো রাত সারা।

১২৪২
কালোর ভিতর আলোর বন্যা সাদার ভিতর অন্ধকার
এই কথাতে ভিজবে না মন বলবে ভাঁওতা মিথ্যাচার।
প্রবাদবাক্য একটা আছে চকচকে যা নয় সোনা
তোমরা ভাবছ অন্ধ আমি তিরস্কারই পুরষ্কার।

১২৪৩
ঘটল অবিশ্বাস্যভাবে তোমার সাথে যোগাযোগ
নইলে জীবন বদলে যেত বাঁধত বাসা মনোরোগ।
দেখা হওয়ার সম্ভাবনা বলতে গেলে ছিলই না
অকস্মাৎ কী হয়ে গেল ঘটে গেল এ সংযোগ ।

১২৪৪
জন্মলগ্ন থেকেই চোখে ভেসে ওঠে ভবিষ্যৎ
মাতার স্বপ্ন কোলের শিশু পৃথিবীকে দেখাক পথ।
সঠিকভাবে গড়ে তুলতে চাই তো সবার সাহায্য
বিজয়রথে শিশুর পাশে মাতাই যোগ্য অধিরথ।

© অজিত কুমার কর