রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩১০
১২৩৭
হচ্ছ তুমি বিকশিত যেমনভাবে পুষ্প হয়
পাপড়িগুলোর রূপে মোহিত দর্শনে চোখ ব্যস্ত রয়।
সুরভিও মিশছে হাওয়ায় তাইতো পাচ্ছি মিষ্টি ঘ্রাণ
ভ্রমর হয়ে বসব ফুলে করব আগে হৃদয় জয়।
১২৩৮
একটা কথা বলছি শোনো ওর কানে বিষ ঢেলো না
তুমি কি চাও প্রেম ভেঙে যাক ইচ্ছেটা কী বলো-না।
ভাঙতে পার এক নিমেষে গড়তে লাগে ঢের সময়
দোহাই তোমার ও সুন্দরী অমন কাজটি করো-না।
১২৩৯
যেদিন আলাপ তখন তুমি ষোড়শী এক নন্দিনী
এক যুগ পর আবার দেখা চিনতে তো ভুল করিনি।
সত্যি কি খুব ব্যস্ত তুমি কথা বলার সময় নেই
এড়িয়ে গেলে কোন অছিলায় তোমায় কিন্তু ভুলিনি।
১২৪০
মায়ের জঠর যেন ঝিনুক সঞ্চারিত নতুন প্রাণ
শিশুর সাথে যোগসূত্র একেই বলে নাড়ির টান।
সময় হলেই ধরার বুকে আত্মপ্রকাশ করবে সে
নিবিড়ভাবে অবলোকন যখন সুধা করবে পান।
© অজিত কুমার কর