রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩০৯

১২৩৩
না জানিয়েই আসতে হল পাছে যদি না বলে
তাইতো কটাদিনের জন্য এলাম আমি আজ চলে।
সখী তুমি জানিয়ে দিয়ো রইব ওরই চিরদিন
আমার এ মন বাঁধা যে ওর হাওয়ায় ওড়া অঞ্চলে।

১২৩৪
বার্তা শুনেই পুলকিত পৌঁছে গেলে করবে কী
যেতে যেতেই রাত ফুরোবে জেগে প্রহর গুনবে কি?
তোমায় দেখে শুকশারিও করবে তখন টিটকিরি
যদি তুমি ঘুমিয়ে পড় ডাকলে ও ঘুম ভাঙবে কি?

১২৩৫
শর্তাধীনে প্রেমের কুঁড়ি কোনোদিনও ফুটবে না
প্রকৃত প্রেম শর্তবিহীন গোপন কিছু থাকবে না।
আহেলি প্রেম অহৈতুকী থাকে না তো প্রত্যাশা
পোষণ কর আগে ও ভাব নইলে পরাগ মাখব না।

১২৩৬
মৃত্যু আমার হতেই পারে তাতে মোটেও দুঃখ নাই
কিন্ত জীবদ্দশায় যেন তোমায় আমি না হারাই।
তুমিই আমার জিয়নকাঠি তোমায় ছাড়া মৃতপ্রায়
এমন করেই পাশে থেকো যেন তোমায় দেখতে পাই।

© অজিত কুমার কর