রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩০৮

১২২৯
ঘুমিয়ে গেলে শ্রান্ত হয়ে আমি তখন রই জেগে
অচেনা পথ অজানা বন কাটছে প্রহর উদ্বেগে।
শ্বাপদসংকুল হয় যদি বন জীবন হবে বিপন্ন
পৌঁছতে হবে লোকালয়ে আকাশে নেই রং লেগে।

১২৩০
দীন ভিখারি পথে ঘুরি যা পাই তাতে দিন কাটাই
বিপুলা এই পৃথিবীতে আপন বলতে কেহই নাই।
কে কী বলল গায় লাগে না মেনে নিতে হবেই সব
কিছু খাবার কেউ যদি চায় ওকে দিয়ে তবেই খাই।

১২৩১
একতারাটা আমার সাথি ওটা বাজাই গান করি
তাপ্পি দেওয়া পোশাক-আশাক গাঁয়ের মেঠো পথ ধরি।
খেত-এ যারা ফসল ফলায় ডাকলে ওদের গান শোনাই
এগিয়ে চলি আবার আমি জীবন যেন এক তরি।

১২৩২
আলিঙ্গনাবদ্ধ তুমি এত সুখ তো কোথাও নাই
মর্তলোকই স্বর্গ আমার অষ্টপ্রহর তোমায় পাই।
নদীর বুকে সাঁতার কাটি ঘোড়ায় চড়ে উধাও হই
সঙ্গসুধা বড়ই মধুর সারাজীবন এমন চাই।

© অজিত কুমার কর