রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩০৭

১২২৫
নালার ওপর বাঁশের সাঁকো সবাই করে পারাপার
নড়বড়ে নয় মোটেও ওটা শক্তপোক্ত চমৎকার।
ঘেরা আছে সাঁকোর দুপাশ মিছে তুমি পাচ্ছ ভয়
তোমার ভীতি কাটিয়ে দিতে সদা প্রস্তুত হাত আমার।

১২২৬
ধরার বুকেও জায়গা আছে যেথায় মেলে অপার সুখ
মহাকাশে কাটল কমাস গ্রহ তারা সবাই মূক।
মহাশূন্যে জ্যোৎস্না আছে তেমনি আছে এই ধরায়
বাড়াতি আছে পাখির কূজন সুখের সাথে একটু দুখ।

১২২৭
আর কী আছে তেমন মিঠা যেমনতরো মায়ের চুম
রূপার নূপুর উঠত বেজে মায়ের পায়ে রুমুরঝুম।
দৌড়ে যখন কাছে যেতাম বাড়িয়ে দিত দুইটি হাত
কোলে তুলেই ধরলে চেপে দুইজনারই হাসির ধুম।

১২২৮
হয় যদি ফের জন্ম আমার তখন যেন তোমায় পাই
মরেও তবে শান্তি পাব মৃত্যুকে ভয় আমার নাই।
অবিনশ্বর কেউই নয় ফুরিয়ে যাবে তাঁর আয়ু
আমিও তো ওদের দলে দম ফুরোলেই ফুড়ুৎফাই।

© অজিত কুমার কর