রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩০৬

১২২১
প্রিয় বন্ধু আমার পাশে তাইতো আমি পাই না ভয়
যেখানেই যাই থাকে সাথে ভয়ে পথিক দূরেই রয়।
কোনওকিছুই খাই না একা ভাগ করে তা খাই দুজন
পরস্পরের ভালোবাসা নিখাদ নিটোল ছন্দময়।

১২২২
তোমার ভালোবাসাই সেদিন বদলে দিল আমার মন
এখন আমি অন্য মানুষ অনুরণন তাই এমন।
ভালোবাসা কী না পারে পাষাণেও ফোটায় ফুল
প্রেম যমুনার স্বচ্ছ জলে ডুব দিয়ে কু বিসর্জন।

১২২৩
জিদ ধরলেই কত গল্প বলতে তুমি রাত্রিতে
হারিয়ে যেতাম ওই ভুবনে আমার উপলব্ধিতে।
বলতে বলতে থেমে গেলেই শুনতে হতো অভিযোগ
কখন যে ঘুম আসত নেমে সারাদিনের ক্লান্তিতে।

১২২৪
পাখির  মতোই উড়ব দুজন পৃথিবীতে নামব না
শত বাধাবিপত্তিতেও তোমার ও হাত ছাড়ব না।
নিহারিকায় ঘর বানাব দেখব অপার রহস্য
প্রেমের আগুন দেদীপ্যমান তা কখনও নিভবে না।

© অজিত কুমার কর