রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩০৫

১২১৭
শুলেই আমি ঘুমিয়ে পড়ি মেলে যদি মায়ের কোল
দিদিও খুব আদর করে ঘটে না তাই গণ্ডগোল।
ওই দুজনার কেউ কাছে নেই ঘুম আসে তাই দেরিতে
কখন সকাল হয়ে গেছে অরুণ বলে, 'নয়ন খোল'।

১২১৮
আলাপ হওয়ার সাথেসাথেই করলে চুরি আমার মন
যাইনি ভুলে সেই ঘটনা আজও রঙিন ঠিক তেমন।
একটা কথা বলছি শোনো তুমিই আমার প্রথম প্রেম
যতদিন প্রাণ রইবে দেহে ওই কাননেই বিচরণ।

১২১৯
ফুল সুন্দর শিশুও তাই হাসলে ব্যথা যাই ভুলে
ওদের সাথে সময় কাটাই মেলামেশা প্রাণখুলে।
গল্প শোনার আগ্রহ খুব উজাড় করে দিই ঝুলি
উঠে পড়লেই আটকে দেবে জামা ধরে রয় ঝুলে।

১২২০
দৃষ্টিপথের বাইরে গেলেই ঘনিয়ে আসে অন্ধকার
এত স্নিগ্ধ আলোকধারা কে বা দেবে আমায় আর।
পাখির মতোই করব কূজন আমরা দুজন আজীবন
কেবল তুমি রইলে পাশে পূর্ণতা পায় মন আমার ।

© অজিত কুমার কর