রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩০৪
১২১৩
প্রেমিক জানে প্রেমিকা তাঁর বসে আছে পশ্চাতে
কিন্তু সে কী করছে তখন কে দিল নীল খাম হাতে।
প্রেমিকা চায় যাচাই করতে ভালোবাসা কার গভীর
মন পাওয়া নয় অত সহজ প্রবাহ ধায় কোন খাতে।
১২১৪
ঘুম কেড়েছ তুমিই আমার জাগরণে কাটছে রাত
অন্ধকারেই অপরূপা চাই না নিশীথ হোক প্রভাত।
ডাকলে তুমি দাও না সাড়া চলতে থাকে প্রতীক্ষা
আমি তো হাত বাড়িয়ে আছি কখন তুমি বাড়াও হাত।
১২১৫
আমি এখন পাখির ডানায় ফিরছে যারা দলকে দল
শ্মশানে তাই পাওনি খুঁজে ফেলছ বৃথা চোখের জল।
দুঃখ করার কীইবা আছে এটাই জীবের পরিণাম
বাঁশির সুরেও আছি আমি হারিয়ো না মনের বল।
১২১৬
ফুলবাগিচায় হারিয়ে যেতে আমার কিন্ত বেশ লাগে
রঙের মেলায় ফুলের গন্ধে নিসর্গীয় প্রেম জাগে।
ফুলের পরাগ লাগলে গায়ে অপূর্ব এক শিহরন
তোমার কপোল উঠবে রেঙে গোধূলিতে ওই ফাগে।
© অজিত কুমার কর