রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩০৩
১২০৯
একাকীত্ব অসহ্য খুব প্রেমস্পর্শ দুখ ভোলায়
উজ্জীবনের মন্ত্র দিয়ে উত্তরণের পথ দেখায়।
নতুন কিছু উদ্ভাবনে ব্যস্ত থাকে সারাক্ষণ
প্রেম ব্যতীত জীবন মরু মরীচিকা চোখ ধাঁধায়।
১২১০
আমায় ভালো না বাসলেও হব নাকো দুঃখিত
অবহেলা কষ্টদায়ক ওটাতেই হই ব্যথিত।
ভালোবাসে কীটপতঙ্গ ভালোবাসে পক্ষীও
মুখ ফুটে তা না বললেও ওটাই বেশি কাঙ্ক্ষিত।
১২১১
নীড় ছেড়ে যায় প্রাতে পাখি ফিরে আসে সাঁঝবেলায়
তুমি এমন কোথায় গেলে ফিরতে বছর ফুরিয়ে যায়।
কেন দেরি, ফিরবে কবে জানার কোনও উপায় নাই
ভাবতে ভাবতে বিষণ্ণতায় তারায়ভরা রাত ফুরায়।
১২১২
যখন চরম বিষাদগ্রস্ত তুমিই এসে ধরলে হাত
না হলে ঠিক হারিয়ে যেতাম দেখত কেবল তিমির রাত।
মৌন তুমি শুধুই স্পর্শ ওতেই বাঁচল একটি প্রাণ
শুরু হল নতুন জীবন জানাই তোমায় সুপ্রভাত।
© অজিত কুমার কর