রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩০২

১২০৫
বিদায় লগন কষ্টের খুব কপোল ভেজায় অশ্রুজল
সুদীর্ঘ দিন ছিল আপন সাহচর্যে  পেতাম বল।
এই দূরত্ব ঘুচবে না আর ভেবে ভেবেই কাটবে কাল
ঘড়ির কাঁটার মতোই কি আর মানবজীবন রয় সচল।

১২০৬
প্রেমের রেণু উড়িয়ে দিলাম পড়বে গিয়ে তোমার গায়
উঠুক রেঙে তোমার শ্রীমুখ আমার এ মন এটাই চায়।
তুমি শুধু বুঝবে একাই বাইরে তা নয় দৃশ্যমান
অবলীলায় বাজবে নূপুর তোমার রাঙা ওই দুপায়।

১২০৭
স্বর্ণচাঁপার মিষ্টি সুবাস চিনতে আমার হয় না ভুল
গাছের নীচে পড়ল চোখে স্তূপীকৃত অনেক ফুল।
এগিয়ে যেতেই ভ্রম নিরসন তুমিই বসে গাছতলায়
একটিমাত্র চাঁপা হাতে ওতেই আমার প্রাণ আকুল।

১২০৮
কোথায় যাব জানতে চাইছ যাচ্ছি নতুন ঠিকানায়
বন এড়িয়ে খাল পেরিয়ে লাগবে ঘন্টাদুয়েক প্রায়।
পৌঁছে গেলেই বুঝবে তুমি কত সুন্দর জায়গাটা
আকাশ সেথা রোজ দুবেলা নীলাঞ্জনের চুমু খায়।

© অজিত কুমার কর