রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩০১
১২০১
শান্তির দূত দাঁড়ায় যখন হাতের অসি থমকে যায়
অস্ত্র তখন অবনত এগিয়ে গিয়ে হাত মিলায়।
এই চেতনা ছড়িয়ে পড়ুক শুভবুদ্ধির হউক জয়
যুদ্ধ থামুক শান্তি ফিরুক বিশ্ববাসী এটাই চায়।
১২০২
আমার প্রতি ভালোবাসা মাধুর্যময় অন্তহীন
তোমায় কাছে পাবার জন্য প্রতীক্ষাতে কাটছে দিন।
এসব কথা ভাবছি যখন তখন তুমি নেই কাছে
তবে তোমার মুখচ্ছবি মনমুকুরে অন্তরীণ।
১২০৩
তোমার ভালোবাসা পেলে চাই না আমি কিছুই আর
হাত পেতে তাই চাইছি ওটাই না বলো না রাই এবার।
ওই হাসিতে জাদু আছে করল আমায় দিওয়ানা
মেঘের চোখেও খুশির ঝিলিক কৃতজ্ঞতা প্রকাশ তাঁর।
১২০৪
মায়ের সাথে লুকোচুরির সুযোগ যদি আবার পাই
সদ্ব্যবহার করার জন্য এক্ষুনি জোর দৌড় লাগাই।
মা যদি রয় ব্যস্ত কাজে বললে, 'খেলার নেই সময়'
বলব, 'ওকাজ পরে করো' টানব ধরে আঁচলটাই।
© অজিত কুমার কর