রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩০০

১১৯৭
তিমির রাত্রি, মেলছে নয়ন হাসনুহানা কামিনী
জাগরণে কাটছে প্রহর ধমক দিচ্ছে দামিনী।
তারকারাও ভয়ে কাতর লুকিয়েছে সবাই মুখ
তুমি এখন হাজির হলে মধুর হত যামিনী।

১১৯৮
মানবসমাজ ধ্বংস করতে গোঁড়ামিটাই যথেষ্ট
নিজেদেরকে শুধরে নিতে না যদি হই সচেষ্ট।
ধর্মান্ধতা গ্রাস করেছে শুভবুদ্ধি নিরুদ্দেশ
এখন প্রমাণ করতে হবে প্রাণীকুলে কে শ্রেষ্ঠ।

১১৯৯
আহার্য না মিললে বনে লোকালয়ে দেয় হানা
কী আচরণ করবে মানুষ অন্য কারুর নেই জানা।
শ্বাপদেকে নয় তাই বেশি ভয় ছদ্মবেশী মানুষকে
অলক্ষ্যে ফুল যাচ্ছে ঝরে প্রায় প্রতিদিন একটানা।

১২০০
বিনিদ্র রাত কাটায় একা পুরুষ তুমি যাও কোথায়
যখন তুমি ফিরছ ঘরে কীসের গন্ধ তোমার গা'য়।
দ্বিচারিতা করেই যাচ্ছ মিথ্যে কথার ফুলঝুরি
যে কুকর্ম যাচ্ছ করে জান না কি তা অন্যায়?

© অজিত কুমার কর