রুবাইয়াৎ-অজিত কুমার ২৯৯

১১৯৩
সামনে সাগর উত্তাল ঢেউ অন্তরেও তুমুল ঝড়
বহিঃপ্রকাশ একটুও নেই বাড়ছে ক্রমেই জলস্তর।
আমার পত্র যখন পাবে হয়তো তখন নেই আমি
এক ঝাপটায় উড়ে যাবে আমার জীর্ণ কুঁড়েঘর।

১১৯৪
চাঁদের হাসির শব্দ পেলাম গভীর রাতে দূরভাষে
আসল ভেসে আমার কাছে হঠাৎ ঝোড়ো বাতাসে।
ঘুম জড়ানো দুচোখ মেলে বাতায়নের দিকেই চাই
হাত বাড়িয়ে ছুঁতে যেতেই অমনি এল চাঁদ পাশে।

১১৯৫
ফুরিয়ে তো যাইনি আমি দিতে হবে নিংড়ে সব
যেটুকু তেল অবশিষ্ট শিখায় প্রকাশ সে বৈভব।
রইবে পড়ে নিথর দেহ সলতে তখন পুড়ে ছাই
কীর্তি যা তা অবিনশ্বর অমর আত্মা রয় নীরব।

১১৯৬
ব্যথা দিলেও নীরব থাকি প্রতিক্রিয়ায় বিরূপ ফল
আপন উপলব্ধি এটা মুখ খুললেই প্রয়োগ বল।
ধৈর্যশক্তি তলানিতে হিংস্রতাতে তখন শের
পথের ধুলো সিক্ত হবে ফেলবে না কেউ চোখের জল।

© অজিত কুমার কর