রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৯৮

১১৮৯
বিরহের যে কেমন জ্বালা প্রেম যার নেই বুঝবে না
অভিজ্ঞতা আমার প্রচুর বোধ হয় তুমি মানবে না।
কতবার ডেট ফেল করেছ সাক্ষী কংসাবতীর চর
ঠিক সময়ে যাচ্ছি আমি আজকেও কি আসবে না?

১১৯০
জীবনজুড়ে এক পুরুষের মা ও জায়া প্রাসঙ্গিক
পারস্পরিক সাহচর্য প্রয়োজন নয় অযৌক্তিক।
পারিবারিক সুখশান্তি অনুঘটক সাফল্যে
কুশলতা,একাগ্রতা নিষ্ঠাও চাই আন্তরিক।

১১৯১
মায়ের খুশি বাঁধনহারা নেইকো মাপার মাপকাঠি
শিশুর কান্না মায়ের হাসি কিন্তু মুখে নেই রা-টি।
নবজাতক বুকের কাছে নিরুদ্বিগ্ন তাইতো মা
এখন চিন্তা ফেলবে কবে এই মাটিতে ও পা-টি।

১১৯২
জীবসেবায় যেজন করেন আপন জীবন সমর্পণ
সত্যিকারের মানুষ তিনিই ঋদ্ধ হবে এই ভুবন।
বিভেদের বিষ নিকেশ করে গড়ে উঠলে সম্প্রীতি
তবেই তিনি পেয়ে যাবেন সবার সাদর সম্ভাষণ।

© অজিত কুমার কর