রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৯৭

১১৮৫
তোমার ঘরের আঙিনাটি সবুজ দিয়ে সাজানো
নিয়ম করে প্রত্যেকদিন বাজাও তুমি পিয়ানো।
যাতায়াতের পথের পাশেই দিঘির পাড়ে তোমার ঘর
বদভ্যাসে পরিণত রোজ ওদিকে তাকানো।

১১৮৬
কী সৌভাগ্য আজকে আমার মেঘ না চাইতে ঝরল জল
দুজন সখী হঠাৎ হাজির হাসছে ওরা অনর্গল।
কোথায় ওদের বসতে দেব পেতে দিলাম তালচাটাই
হৃদসাগরে উঠল তুফান ছলকে পড়ে ছলাৎছল।

১১৮৭
যে ফুল তুমি ফুটিয়েছ যেন না তা যায় ঝরে
আমিও তবে হারিয়ে যাব লাগবে ব্যথা অন্তরে।
সহ্য করতে পারবে না তা নয়কো আমার অজানা
অটুট থাকুক বিমল হাসি গোলাপ-রাঙা অধরে।

১১৮৮
শেষ দেখাটা দিয়ে যেয়ো হয়ো না আর পরাঙ্মুখ
স্বর্গ নরক যেখানে যাই স্মরণ করলে মিলবে সুখ।
পূরণ করলে খুশি হব ভিখারির এই আকাঙ্ক্ষা
মুখচ্ছবি এঁকে নেব ওতেই ভরবে আমার বুক।

© অজিত কুমার কর