রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৯৬

১১৮১
চলে এসো  ঠিক সাতটায় নদীর তীরে গাছতলায়
চেরিব্লসম পড়বে ঝরে তোমার সোনারবরণ গা'য়।
আমার হাতে দেখতে পাবে তোমার প্রিয় নীল পপি
অভিসারের পরে আমরা উঠব দুজন শেষ খেয়ায়।

১১৮২
মা আমার আর মানবী নয় স্বর্গধামের অপ্সরী
ডানা মেলে উড়াল দিলেই তক্ষুনি আঁচল ধরি।
অদৃশ্য বন্ধনে বাঁধা পড়ে যাবার নেইকো ভয়
ওখানে নেই আলোর অভাব আসে না তো শর্বরী।

১১৮৩
যে গান তোমায় শোনাব আজ বিষণ্ণতা করবে দূর
একেবারে নতুন এ গান মোহিত করবে গানের সুর।
দাঁড়িয়ে কেন পাশে বস এবার শুরু করছি গান
ঝাউবিথীতে পাখির কূজন উথালপাথাল সমুদ্দুর।

১১৮৪
সূর্য ডোবার সাথেসাথেই মেঘের আঁচল হয় রঙিন
জলে ডুবে দেখার ইচ্ছা পোষণ করছি অনেকদিন।
কী অপূর্ব দৃশ্য তা যে প্রকাশ করা অসম্ভব
রঙের ছটায় চক্ষু ধাঁধায় ধীরে ধীরে আলোক ক্ষীণ।

© অজিত কুমার কর