রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৯৫

১১৭৭
তোমার লেখা পত্র পেলাম তখন বেলা দ্বিপ্রহর
প্রত্যাশাতে মৌন হয়ে করছি কেবল বাহির-ঘর।
এটাই তোমার প্রথম চিঠি বিষয় অহৈতুকী প্রেম
ভরা ছিল প্রেম-পরাগে বিঁধল আমার বক্ষে শর।

১১৭৮
ডোনা পাওলা-র নাম শুনেছ পরিণতি করুণ বেশ
অসম্মত কনের পিতা তাইতো জীবন করল শেষ।
এই ঘটনা ঘটবে আবার তেমনই তো আভাস পাই
অসবর্ণ প্রেমেই দেখি আপনজনের হাপিত্যেশ।

১১৭৯
নাচতে পারি গাইতে পারি বল অধিক আর কী চাও
কবিতাও লিখতে পারি ফেসবুকে তা দেখতে পাও।
যদিও তা তোমার কাছে খুব নগণ্য তুচ্ছ তা
বিশেষ কিছু রইলে দাবি আমায় শেখার সুযোগ দাও।

১১৮০
দুরবস্থা দুর্বিসহ অপরিসীম আর্দ্রতা
রেমাল-রোষে লন্ডভন্ড যায়নি সেরে সেই ব্যথা।
এই বুঝি প্রাণ উড়াল দেবে পাখির মতো ফুড়ুৎফাই
বিপৎকালে জোগাও সাকি সহ্য করার ক্ষমতা।

© অজিত কুমার কর