রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৯৪

১১৭৩
তুমি যা চাও সম্মতি নেই এ নয় আমার অহংকার
চিরকুমার করে রাখা, এমন ইচ্ছা বিধাতার।
ক্রোধান্বিত হয়ে তুমি করলে যে বর প্রার্থনা
আপন মুখচ্ছবি দেখে হারিয়ে গেল প্রাণ আমার।

১১৭৪
আসছে তেড়ে প্রবল ঘূর্ণি এক্ষুনি চল কোথাও যাই
সবার আগে খুঁজতে হবে পাকাপোক্ত একটা ঠাঁই।
কিন্ত কোথাও মিলল না তা মৃত্যু করল আলিঙ্গন
আলিঙ্গনাবদ্ধ আমরা তাইতো কোনও দুঃখ নাই।

১১৭৫
আমার সামনে তুমি এলেই যত দুঃখ যাই ভুলে
স্নিগ্ধতায় মন ভরে ওঠে যখন দেখি মুখ তুলে।
আমার চোখে তখন তুমি মানবী নয় এক হুরি
অপার্থিব নিসর্গে বাস মন্দাকিনীর কোন কূলে?

১১৭৬
যতই ঘূর্ণি আসুক তেড়ে মা পাশে তাই ভাবনা নাই
মায়ের বুকে মুখ লুকোব গা'য় জড়াব আঁচলটাই।
ক্ষুদ্র শরীর, ধরবে চেপে শক্ত সবল দুইটি হাত
পরাজিত রুমেল তখন ভাববে অন্য কোথাও যাই।

© অজিত কুমার কর