রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৯৩
১১৬৯
কথার গায়ে সুর লাগালে সৃষ্টি হবে তবেই গান
না হলে তা খাতার পাতায় অন্ধকারে হারায় প্রাণ।
কে খোঁজ রাখে সেসব কথার তাবলে নয় মূল্যহীন
গীতিকারের কাজ তো লেখা বর্ণমালার অশেষ দান।
১১৭০
ব্রহ্মান্ডের বিশালতা ঠাহর করা অসম্ভব
কী বিপুল ভর সৃষ্টি হল নয়তো এটা অবাস্তব।
তারকারও মৃত্যু আছে ফুরোয় যখন জ্বালানি
সৃষ্টি হচ্ছে নতুন তারা মহাশূন্যের কী বৈভব।
১১৭১
চাঁদনি রাতে পাহাড়চূড়ায় সারছি সিনান জ্যোৎস্নাতে
কেবল আমরা দুজন বসে আর কেউ নেই আজ রাতে।
চাঁদের আলোয় উদ্ভাসিত চাঁদবদনি প্রিয়ার মুখ
পাহাড়ও আজ রঙিন ভীষণ উর্বশী নীল আলতাতে।
১১৭২
পৃথিবীর তাপ যখন হবে একশো ডিগ্রি সেলসিয়াস
একটিও প্রাণ রইবে না আর ঘটবে চরম সর্বনাশ।
যেভাবে গাছ কাটছে মানুষ ঘনিয়ে আসছে তেমন দিন
পৃথিবীর জল বাষ্প হবে পাচ্ছ না কী সেই আভাস?
© অজিত কুমার কর