রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৯২

১১৬৫
আমি তো এক দীন ভিখারি যত্রতত্র আমার ঘর
দ্বারে দ্বারে ঘুরে বেড়াই কাজটা বড়ই ক্লান্তিকর।
যেখানে দিন ফুরোয় সেথায় বানিয়ে ফেলি আস্তানা
উদ্দীপিত করে আমায় রোজ প্রভাতে রবির কর।

১১৬৬
তোমার নৃত্যশৈলী দেখে উন্মনা হয় আমার মন
খোদাই করে নিলাম মনে রইবে সাথে আজীবন।
ইচ্ছে হলেই দেখব খুলে যখন তুমি সামনে নেই
আমার কাছে তুমিই হলে এই পৃথিবীর শ্রেষ্ঠ ধন।

১১৬৭
মায়ের ভালোবাসার চেয়ে আর কিছু তো নেই খাঁটি
যেখানে মা'র পা পড়ে তাই মাথায় রাখি সেই মাটি।
জন্মজন্মান্তরেও যেন তোমাকে মা আবার পাই
চোখের আড়াল না হয় পাছে আঁচল ধরে তাই হাঁটি।

১১৬৮
তোমার বীণাবাদন শুনে রক্তধারায় জোর তুফান
আকর্ষিত হলাম আমি সুরের এমন প্রবল টান।
থামলে কেন বাজাও বাজাও ভৈরবীটা পুনর্বার
বৈশাখী পূর্ণিমা যে আজ আকুলিব্যাকুলি প্রাণ।

© অজিত কুমার কর