রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৯১
১১৬১
মাঠেঘাটে যেখানেই যাই চরণচিহ্ন দেখতে পাই
নাইবা তুমি দিলে ধরা ওইটুকুতেই মন ভরাই।
যেন কতদিনের চেনা আলতারাঙা দুইটি পা
উবু হয়ে বসে আমি ছাপের ওপর হাত বোলাই।
১১৬২
মন-আয়নায় ভেসে ওঠে বারেবারে ওই শ্রীমুখ
ঠাঁই দিয়েছ মন-আঙিনায় ওতেই ভরে গর্বে বুক।
আকাশেও রং লেগেছে কী অপূর্ব গোধূলি
তোমার করস্পর্শ পেয়ে মনোদ্যানে ফুল ফুটুক।
১১৬৩
অঝোর ধারায় ঝরছে বারি তোমার চোখেও ঝরছে জল
অশ্রু দিয়ে নেভাতে চাও লুকিয়ে থাকা ওই অনল?
বরং চল সমুদ্রে যাই শীতল হবে মন তখন
ঢেউ এলে তো নাচতে হবেই উঠবে বেজে পায়ের মল।
১১৬৪
তোমার অনুকম্পা বিনা টিকে থাকা অসম্ভব
গোধূলিতে কালবৈশাখী কেড়ে নিল আমার সব।
পুনরায় সেই আগের দশা করলে আমায় ভিখারি
কেন তুমি বিরূপ এত আসছি দেখে আশৈশব।
© অজিত কুমার কর