রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৯০
১১৫৭
তুমি চাইলেই পেতে পারি কষ্ট থেকে পরিত্রাণ
এই অনুরোধ করছি তোমায় খুলে রাখ চক্ষু কান।
দাবদাহে জ্বলছে জীবন ঘন ঘন পড়ছে শ্বাস
পাখিরাও পাচ্ছে না জল কী করে আর শোনায় গান।
১১৫৮
বৃষ্টি এল ঝমঝমিয়ে বিকেলবেলা অকস্মাৎ
ঠান্ডা হল তপ্ত তনু এক লহমায় তৎক্ষণাৎ।
ভেজাতে যে কী আনন্দ প্রকাশ করা অসম্ভব
বহিঃপ্রকাশ ছুটছি পথে ধরা আছে কোমল হাত
১১৫৯
মায়ের ভালোবাসা থেকে করো না সাঁই বঞ্চিত
মায়ের সাথে ঘুরব বলেই বাঁধা তল্পাতল্পি ত।
যা দিয়েছ সব কেড়ে নাও কেবল মা কে বাদ দিয়ে
এ-কথা কেউ দেয়নি বলে আমার পরিকল্পিত।
১১৬০
চুমা খেয়ে কোলে নিলেই শিশুর চোখে জড়ায় ঘুম
দুপুর হলেও তাঁর মনে হয় যেন গভীর রাত নিঝুম।
সব ভীতি যায় তখন কেটে এই আশ্রয় নিরাপদ
নিদ্রাভঙ্গ হবে যখন দুই কপোলে আবার চুম।
© অজিত কুমার কর