রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৮৮
১১৪৯
যে রং আছে আমার কাছে দিলেই রেঙে উঠবে মন
বিষণ্ণতা পালিয়ে যাবে তাহলে বোঝ রং কেমন।
এগিয়ে এলেই উড়িয়ে দেব ওতেই সাঙ্গ আমার কাজ
তুমি তখন উড়বে হাওয়ায় হারিয়ে যাবে সব ওজন।
১১৫০
আমার বিদায় নেবার সময় ফেলো না কেউ অশ্রুজল
শুষ্ক মাটি সিক্ত হলে হয়ে যাবে পথ পিছল।
হাসিমুখেই দিয়ো বিদায় আত্মা পাবে শান্তি-সুখ
মাটি শীতল হবার পরেই মারবে উঁকি দূর্বাদল।
১১৫১
যা পায় খেয়ে বা বুভুক্ষায় যাচ্ছে কেটে জীবন যার
ওদের কথা ভাবে না কেউ ভিক্ষা মাগে ভোটটা তাঁর।
নগদ কিছু প্রাপ্তি ঘটে ভোট ফুরোলেই যে কে সেই
আচ্ছে দিনের স্বপ্ন ঘোচে ওদের জন্য রুদ্ধ দ্বার।
১১৫২
তোর প্রেমে কে পড়বে না বল হয়ে গেলাম দিওয়ানা
তোর কাছেই তো বসে আছি বোধ হয় এটা নেই জানা।
যতই দেখি সাধ মেটে না লজ্জা শরম নেই আমার
'তাকাসনে আর' যতই বলি মানে না এই চোখ মানা।
© অজিত কুমার কর