রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৮৭

১১৪৫
বোধগম্য না হলে তো কবিতা কেউ পড়বে না
সমস্ত শ্রম বৃথা যাবে কবিকে কেউ চিনবে না?
তাই লিখে যাই সবার জন্য সহজ সরল বাংলাতে
পাঠক যদি না খুশি হয় ভালোবাসাও মিলবে না।

১১৪৬
রং মেখেছে অশোক-কুসুম আমরা কেন রইব বাদ
শিমুল-পলাশ হাসছ কেন, প্রকাশ করাও অপরাধ?
রং লেগেছে জলে স্থলে রং লেগেছে আকাশে
বসন্তিকার যাবার আগে মিটিয়ে নেব আমরা সাধ।

১১৪৭
পাখির কূজন যেই কানে যায় অমনি ভাঙে আমার ঘুম
তাহলে ঠিক ভোর হয়েছে নয়কো মোটেও রাত নিঝুম।
জানলা খুলে বাইরে তাকাই পুবদিগন্ত পলাশ-লাল
দক্ষিণা মৌসুমী দিল সোহাগমাখা শীতল চুম।

১১৪৮
আত্মজদের সাফল্যতে নেচে ওঠে মায়ের মন
আবার ওদের দুঃসময়ে ব্যথিত হয় মন ভীষণ।
পৃথিবীতে এমন আপন মা ছাড়া আর নেইকো কেউ
এটাই মায়ের বিশেষত্ব তাই পাশে চাই সারাক্ষণ।

© অজিত কুমার কর