রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৮৫

১১৩৭
ইশারাতে কী বলতে চাও ওগো প্রিয়দর্শিনী
আমায় ধন্দে ফেলে দিলে খোলসা কর নন্দিনী।
কার উদ্দেশে করলে তুমি এমন বক্র দৃষ্টিপাত
সহজবোধ্য নয় তা মোটে আমি বুজতে পারিনি।

১১৩৮
সোহাগভরা করস্পর্শে নবজীবন করবে লাভ
ডাকে সাড়া দিয়ে হবেই কৃষ্ণসখার আবির্ভাব।
বেহুলাও পেরেছিল ফিরিয়ে দিতে পতির প্রাণ
ডাকার মতো ডাকলে পরে পূরণ করে সব অভাব।

১১৩৯
শাস্তি তোমায় পেতেই হবে ঠান্ডা জলে চোবাবই
আড়াল থেকে দেখার শস্তি আমরা কেউই অন্ধ নই।
কেন তুমি যাওনি সরে যখন দেখলে করছি স্নান
হাত পা ছুড়েও লাভ হবে না ঐক্যবদ্ধ ছজন সই।

১১৪০
বড়ই পিপাসার্ত আমি পেয়ালাটা দাও ভরে
গলা আমার শুকিয়ে কাঠ চাও কী আমি যাই মরে।
বাঁচিয়ে রাখার দায় তোমারই আর বিলম্ব করো না
তুমিই হলে সৃষ্টিকর্তা এনেছ তো হাত ধরে।

© অজিত কুমার কর