রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৮৪
১১৩৩
ফাগুন এলেই জ্বলে আগুন আসবে কখন আমার রাই
প্রহর যেন কাটে না আর দাওনা বলে কোথায় যাই।
বিকেল হওয়ার সাথেসাথেই মানে না আর মন তখন
বেরিয়ে পড়ি তোমার খোঁজে কোথায় তুমি, কোথাও নাই।
১১৩৪
জলপরিদের নৃত্যশৈলী দেখবি যদি আয়রে আয়
চুপটি করে দেখবি শুধু কেমন ওরা তাল মিলায়।
তবে তোরা যাস না ভুলে দিতে শেষে হাততালি
ভুরুর কাঁপন হাতের মুদ্রা দর্শকদের মন ভরায়।
১১৩৫
রাত ফুরোলেই আসবে উষা পুবদিগন্ত হবেই লাল
বিহঙ্গ নীড় ছাড়বে তখন রঙিন ফুলে ভরবে ডাল।
একটা তুচ্ছ প্রাণের জন্য বদলাবে না ভূমণ্ডল
আমি ছাড়াও দেখ দেখ কত সুন্দর প্রাতঃকাল।
১১৩৬
কাকে দেখে শির নোয়াব তেমন মানুষ আজ কোথায়
মুখগুলো সব মুখোশঢাকা যদিও দামি পোশাক গা'য়।
কেবল আপন স্বার্থ দেখে, পূরণ হলেই খোশমেজাজ
যারা অতি সহজসরল তাদের বেঁচে থাকাই দায়।
© অজিত কুমার কর