রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৮৩

১১২৯
মায়ের আদর দিদির স্নেহ জীবদ্দশায় পায়নি যে
জীবনটা তার অসম্পূর্ণ ভাবলে চক্ষু যায় ভিজে।
কিছুই দিয়ে এমন অভাব পূরণ করা অসম্ভব
ওই দুজনের হৃদয়পদ্ম ভালোবাসার খনি যে।

১১৩০
হালহকিকত দেখে লোকের যাচ্ছে বেড়ে অসন্তোষ
পরিস্থিতি হচ্ছে খারাপ পাহাড়প্রমাণ জমছে রোষ।
পুঞ্জীভূত এই বেদনার ঘটবে যখন বিস্ফোরণ
সব পুড়ে ছাই হবে তখন কাদের ঘাড়ে ফেলবে দোষ।

১১৩১
যার আছে তার সবই আছে যার নাই তার কিছুই নাই
সত্যিকারের সমাজতন্ত্র গড়ে উঠুক চাই এটাই।
গগনচুম্বী অট্টালিকার পাশেই জীর্ণ কুঁড়েঘর
ক্ষুন্নিবৃত্তি হয় না ওদের পড়ছে চোখে  দুর্দশাই।

১১৩২
নারী পুরুষ পৃথক সত্তা সমাজ গড়ার কারিগর
বংশগতি বজায় রাখতে সহমতে বাঁধবে ঘর।
সকল কাজে পারদর্শী  নারী পুরুষ দুই সমান
জটিলতা তৈরি হলে আলোচনা পরস্পর।

© অজিত কুমার কর