রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৮২

১১২৫
পলাশবনে প্রিয়ার সাথে হারিয়ে যেতে বেশ লাগে
যখন কোকিল ডেকে ওঠে আমার মনে প্রেম জাগে।
মাটির ওপর লাল গালিচা জানায় সাদর সম্ভাষণ
প্রিয়ার আনন রেঙে ওঠে গোধূলিতে লাল ফাগে।

১১২৬
গহিন গাঙে নৌকাডুবি ভেসে আছি কাঠ ধরে
বাঁচার আশা অতীব ক্ষীণ যদি ধরে খপ করে।
কদিন পরে পৌঁছে দিল ডাঙার কাছে তরঙ্গ
পড়ে আছি বালির ওপর মানববিহীন প্রান্তরে।

১১২৭
মনবিহঙ্গের প্রচন্ড বেগ আলোও সমতুল্য নয়
নিমেষে যায় নিহারিকায় পেয়েছি তার পরিচয়।
কল্পনাতে এঁকে ফেলি যা দেখে তার চিত্ররূপ
অনেক সাধ্যসাধনাতে ঘটেছে এই সমন্বয়।

১১২৮
অবগুণ্ঠন সরিয়ে কর পথের দিকে দৃষ্টিপাত
কাকে দেখে লজ্জা এত ধরেছি তো তোমার হাত।
চলার রাস্তা খুব বন্ধুর আছে পড়ে যাবার ভয়
হোঁচট খেলে কোমল প্রাণে লেগে যাবে জোর আঘাত।

© অজিত কুমার কর