রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৮১

১১২১
আমরা নারী, গড়তে পারি করতে পারি বিশ্বজয়
তেমনি পারি গুঁড়িয়ে দিতে লাগে খুবই কম সময়।
অবহেলার যোগ্য জবাব হজম করতে তৈরি হও
ভালোবাসার হাত বাড়ালে নেইকো শাস্তি পাবার ভয়।

১১২২
ভাগ্য আমার খুবই ভালো এমন মিতা কজন পায়
ভালোবাসা সর্বদা পাই দূরত্ব নয় অন্তরায়।
আমার ওপর তীক্ষ্ণ নজর ফাঁকি দেওয়া শক্ত খুব  
এটা ওটা যখন যা চাই হাসিমুখে সব মেটায়।

১১২৩
ওরে আমার দস্যি মেয়ে তুই ছাড়া সব অন্ধকার
তোরেই পেয়ে পৃথিবীতে স্বাদ পেয়েছি পূর্ণতার।
তোকে নিয়ে স্বপ্ন কত জেগে জেগেই রোজ দেখি
তোর সাফল্য দেখাই হবে আমার সেরা পুরস্কার।

১১২৪
পথ আমাকে দেখায় দিশা যখন আমি পথ খুঁজি
এগিয়ে যাবার সাহস জোগায় বাধা বিঘ্ন সব যুঝি।
দুপাশজুড়ে গাছগাছালি ছায়া জোগায় নিরন্তর
ঠিক জায়গায় পৌঁছে গেলে কৃতজ্ঞতায় চোখ বুজি।

© অজিত কুমার কর