রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৮০
১১১৭
মেঘের 'পরে ঘর বানাব শুনেই হাসে সঙ্গিনী
পায়ের নূপুর বেজে ওঠে শ্রুতিমধুর কিঙ্কিণি।
উড়তে উড়তে তৃষ্ণা পেলে মেঘের কাছে চাইব জল
যিনি সবার জন্মদাতা রক্ষাকর্তা সেই তিনি।
১১১৮
প্রত্যহ পাঠ গ্রহণ করি অআকখ পাঠশালায়
শৈশবে এর শুভারম্ভ জানি না এর শেষ কোথায়।
যা শিখেছি খুবই অল্প জ্ঞানসমুদ্র অন্তহীন
সারাজীবন শিক্ষানবিশ উপলব্ধি শেষবেলায়।
১১১৯
শিকলবন্দি হলেও সে মা হয় না শিশু বঞ্চিত
মাতৃস্তন্য তাঁর সম্পদ কেন হবে লুন্ঠিত।
নিরপরাধ শিশুর স্বার্থে জননী কে মুক্তি দাও
এমন ভালো কাজের জন্য হবেই অভিনন্দিত।
১১২০
মা কে যেমন মনে পড়ে বিন্দুদিকেও নয়কো কম
পিঠের ওপর বোঝা নিতে দিদি খুবই পারঙ্গম।
কোথাও যেতে দিদিই বাহন হাঁটতে আমার অনিচ্ছা
খুশি তখন লাগামছাড়া দিদির হত পরিশ্রম।
© অজিত কুমার কর