রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৭৯

১১১৩
দুটি তনু ভিন্ন হলেও আত্মা কিন্তু অভিন্ন
হাসিকান্না একই সাথে ফুটে ওঠে সে চিহ্ন।
প্রেমের অনুভূতিই এমন প্রকাশ করা অসম্ভব
এই বন্ধন পরকালেও হবে নাকো বিচ্ছিন্ন।

১১১৪
বার্তা  পেয়ে হিল্লোলিত আসবে কখন জানতে চাই
কী দিয়ে যে করব বরণ ভাবছি বসে এখন তাই।
পথের পাশে শিমুল পলাশ বলবে তোমায় স্বাগতম
তোমায় আমি মন দিয়েছি আর তো দেবার কিছুই নাই।

১১১৫
বাঁচার জন্য কী আকুতি বিপদগ্রস্ত এক নাবিক
পাহাড়'পরে কে বসে ওই সত্যি না কি অলৌকিক?
আপন জীবন বাজি রেখে বাড়িয়ে দিল পেলব হাত
সাগর ওকে ধাক্কা দিয়ে বাঁচার জন্য দেখায় দিক।

১১১৬
প্রেমানলে দগ্ধ হলেও যত কষ্ট যাই ভুলে
যখন হাসি দেয় উপহার প্রাণসখা প্রাণ খুলে।
ওর পিছনে তখন ছুটি হাতে নিয়ে লাল আবির
নাগাল পেয়ে সুরে সুরে মাখাই গালে আর চুলে।

© অজিত কুমার কর