রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৬৭

১০৬৫
যেখানেই যাই যাবেই সাথে এমন ভালোবাসা ওর
সারা সময় নজরবন্দি শক্ত ভীষণ প্রেমের ডোর।
বিরক্ত নয় মোটেও আমি, সহিষ্ণুতা ওর অসীম
এই বন্ধন ছিঁড়ার মতো কারুরই নেই তেমন জোর।

১০৬৬
আহেলি প্রেম বাধাবিঘ্ন করতে পারে অতিক্রম
যেথায় খুশি সেথায় যেতে পাখি যেমন পারঙ্গম।
অদর্শনে মন উচাটন খুঁজে বেড়ায় কোথায় পথ
অন্ধকারেও খুব সাবলীল করে না তো গা-ছমছম।

১০৬৭
পাব তোমার প্রেমের পরশ তাই রয়েছি প্রতীক্ষায়
আজ অবধি পেলাম না তা মৃত্যু আমার দোরগড়ায়।
সব আশা তাই জলাঞ্জলি পড়ছে শুধুই দীর্ঘ শ্বাস
মিনতি এই নিথর দেহ তুলে নিয়ো তোমার না'য়।

১০৬৮
কী জল্পনা করছে ওরা একান্তে তিন দেবীর দূত
অসাধারণ, অদ্বিতীয় শিল্পকর্ম খুব নিখুঁত।
দেখেই চিত্ত বিগলিত শাবাশ জানাই শিল্পীকে
অঙ্গ নিরাভরণ দেখে হয়ো না কেউ অপ্রস্তুত।

© অজিত কুমার কর