রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৭৬
১১০১
তুমি পাশে আছো বলেই কোনোও কাজেই পিছপা নই
নিত্য তুমি সাহস জোগাও, আমি কর্মে ব্যস্ত রই।
বাধাবিঘ্ন আসে ঠিকই সমাধানের পথ খুঁজি
যা জানি না নিচ্ছি শিখে জ্ঞানার্জনের জন্য বই।
১১০২
যখন আমি গভীর ঘুমে স্বপ্নে তুমি দাও দেখা
কিন্ত যখন জেগে থাকি সারা সময় রই একা।
দিবালোকে পাই না কেন কে দেবে এর সদুত্তর
জবাব দিলে রাখব গোপন দিচ্ছি আগাম মুচলেকা।
১১০৩
কী অবদান যাচ্ছি রেখে দেখতে পাবে ভবিষ্যৎ
বর্তমানও করছে জরিপ করছে প্রকাশ অভিমত।
যারা সত্যি প্রতিভাবান তাদের কীর্তি সমুজ্জ্বল
মানুষ কী না করতে পারে যদি ধরে ওদের পথ।
১১০৪
ওরাই কেবল স্বজন আমার কেমন করে শোধব ঋণ
দেওয়ার মতো নেইকো কিছুই এই ধরণির সবচে' দীন।
একবাটি দুধ একটু আদর ওটা দিয়েই ক্ষান্ত রই
ওদের ভালোবাসা ছড়া কাটত জীবন সঙ্গীহীন।
© অজিত কুমার কর