রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৭৫
১০৯৭
কোথায় নিয়ে যাচ্ছি তোমায় তা তোমাকে জানাইনি
তোমার জানার আগ্রহ নেই, আমিও বলতে তা চাইনি।
ঘন্টাদেড়েক লাগবে যেতে দেখবে পরির জলকেলি
পরিযায়ী পাখির দেখা আমরা আগে কেউ পাইনি।
১০৯৮
সমবন্টন নীতিতে আজ হতেই হবে বিশ্বাসী
বৈষম্য দূর হবে তবেই বিদায় হবে ম্লান হাসি।
এই যে এত হানাহানি বুঝতে কী খুব কষ্ট হয়
কেবল আপন স্বার্থ দেখে বলেই ওরা আগ্রাসী।
১০৯৯
সুপ্তি- সঞ্জীবনী সুধা উপহার দেয় প্রশান্তি
নিদ্রাশেষে অরুণোদয়ে দূরীভূত যা ক্লান্তি।
সুপ্তিতে যে হাসি ফোটে, একেবারে স্বর্গীয়
আমার চলে অবলোকন নিষ্পলকে সু-কান্তি।
১১০০
এখনও তো মা আমাকে খোকা বলেই ডাক পাড়ে
আমি যেন ছোট্টো শিশু ও' ডাক খুবই মন কাড়ে।
মা-ই আমার বিশ্বভুবন, সুরক্ষিত আঁচল-ছায়
আমিও চাই এমন থাকি, বয়স যেন নাই বাড়ে।
© অজিত কুমার কর