রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৭৪
১০৯৩
না না না লজ্জা কীসের লজ্জা নারীর ধন, ভূষণ
নতুন নতুন ফুল রোজ চাই, প্রেমপিয়াসী অনুক্ষণ।
পুনর্জন্ম হবে আমার, ওতে পুরোই অবিশ্বাস
যে কটা দিন রইব বেঁচে প্রেমে সিক্ত হোক জীবন।
১০৯৪
আমরা দুজন একসাথে গাই সুরলহরী চমৎকার
শুনে সবাই আনন্দ পায় তাই রোজ দিই উপহার।
প্রভাতে গাই, সন্ধেবেলা, কখনও বা রাত্রিতে
জানি না কে সঙ্গতে রয় হাতে নিয়ে সুরবাহার।
১০৯৫
তোমায় পেয়ে পূর্ণ আমি কোনওকিছুই চাই না আর
স্বপ্নপূরণ হওয়ার পিছে বদান্যতা সব তোমার।
পরিতৃপ্তি করছে বিরাজ অষ্টপ্রহর অন্তরে
চটজলদি পাই সমাধান যতকিছু সমস্যার।
১০৯৬
এই মাটিতে জন্ম আমার হারিয়ে যাব এইখানেই
আমি অতি সাধারণ জীব গর্ব করার কিছুই নেই।
পশুপাখি কীটপতঙ্গ সবার সাথেই মিত্রতা
পাঠিয়ো না অন্য কোথাও রেখো আমায় এ মর্ত্যেই।
© অজিত কুমার কর