রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৭৩

১০৮৯
জান না কি, কী চাই আমি তবে কেন মৌনতা
শুনতে চাই না তোমার অতীত একেবারে গৌণ তা।
রং ধরছে বনে মনে তবে কেন আর দেরি
আহেলি প্রেম নিসর্গীয় ওখানে নেই যৌনতা।

১০৯০
প্রেম আসে রোজ আমার কাছে একবার নয় হাজার বার
স্বল্পকালীন সফরসঙ্গি কিছুই করার নেই আমার।
ক্ষণস্থায়ী হলেও ও প্রেম, প্রাপ্তি ওতেই স্বর্গসুখ।
পিছনপানে না তাকিয়ে প্রতীক্ষা তাই পুনর্বার।

১০৯১
রৌদ্রস্নানে ব্যস্ত এখন শিলায় বসে জলপরি
একমনে কী যাচ্ছে ভেবে একা একা অপ্সরী।
সাগরনীলে মিশে গেলে মিলবে না আর দরশন
আটকে দেবার জন্য আমি গিয়ে পরির হাত ধরি।

১০৯২
হাসি যেন ফল্গুধারা চিত্তে জাগায় প্রবল বান
সঞ্জীবনী সুধা পেয়ে উজ্জীবিত আমার প্রাণ।
যত দুঃখ ভুলে গিয়ে নবোদ্যমে এগিয়ে যাই
দূরে যেতে চায় না এ মন ছিঁড়ে অমন পিছুটান।

© অজিত কুমার কর