রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৭২

১০৮৫
অস্তাচলে যাবার আগে রাঙিয়ে দিল দিগন্ত
কোকিলাও জানিয়ে দিল এসে গেছে বসন্ত।
রাঙিয়ে নিতে করলে দেরি উবে যাবে সবটা রং
ও রং খুঁজে পাবে না আর যতই কর তদন্ত।

১০৮৬
কখন এসে গেছ ফিরে পড়ে আছে পায়ের ছাপ
কেন যে ঘুম ভাঙলো না হায় হচ্ছে খুবই মনস্তাপ।
তোমার করস্পর্শ পেলেই ভেঙে যেত ঘুম আমার
অনুতাপে দগ্ধ হলেও মনের ওপর বাড়ল চাপ।

১০৮৭
রোজ কে স্বপ্ন দেখায় আমায় তুমি ছাড়া কেউ ত নয়
স্বপ্ন সফল করার জন্য আবার আমায় দাও অভয়।
নির্ভয়ে তাই কাজ করে যাই হই না বাধার সম্মুখীন
মনোবীণার তারে কাঁপন, তখনই হয় শৃঙ্গ জয়।

১০৮৮
মেঘের ডেরায় প্রভাতসূর্য বিষণ্ণতায় হাল বেহাল
কাটিয়ে ওঠা শক্ত ভারী যেন এটা প্রদোষকাল।
ফাগুন মাসের শুভ সকাল হয়ে গেল ম্যাড়ম্যাড়ে
সূর্যালোকেই পলাশ-শিমুল খুশিমনে ছড়ায় লাল।

© অজিত কুমার কর