রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৭১

১০৮১
এই জগতে দেখছে মানুষ প্রেমের কত রকমফের
কেউ শুধু চায় ভালোবাসা নেই আকাঙ্ক্ষা সম্পদের।
আমি তো এক পথভিখারি প্রেমের জন্য দিওয়ানা
প্রেম কী শুধু বড়লোকের মুখ দেখে না দরিদ্রের?

১০৮২
ক্রমাগত বিবর্তনে আজ আমাদের এমন রূপ
একটা সময় ধরা ছিল জলে ভরা ধ্বংসস্তূপ।
এই ধরণির আমরা সবাই আদম-ইভের বংশধর
কল্পনাতে রং লাগিয়ে সৃষ্টি শোভন প্রতিরূপ।

১০৮৩
সারা আকাশ মেঘে ঢাকা তবুও দিল চাঁদ উঁকি
অমনি খুশির ঝিলিক খেলে ওকেও আমি দিই টুকি।
রাত-আকাশে বিধুমুখীর মুখ না দেখলে বিফল রাত
শিউলি ডালকে আদর করে দুচোখ বুজে ফুল শুঁকি।

১০৮৪
তোমার নিরবতাই সেদিন বলল আমায় সব কথা
বিহ্বল হয়ে যাওয়াই হল আমার বড় ব্যর্থতা।
কী অভিমান নিয়ে তুমি চলে গেলে সেই রাতে
সাগর তখন উথালপাতাল ছিল না তো নাব্যতা।

© অজিত কুমার কর