রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৭০

১০৭৭
সব হারানোর শোকে পাথর যায় না কানে সান্ত্বনা
অশ্রুজলে ভিজলে কপোল তবেই কমবে যন্ত্রণা।
ক্ষুধায় কাতর শিশুটিকে যখন দিল ওর কোলে
বাঁধ-ভাঙা-জল বেরিয়ে এল সুধায় তৃপ্ত চাঁদ-কণা।

১০৭৮
মুক্তির স্বাদ কেমনতরো বন্দি যারা জানবে না
কাটাচ্ছে কাল ঘেরাটোপে কারাগারই তাঁর চেনা।
পাখির উড়াল দেখতে পেলে বুঝত মুক্তি-মাহাত্ম্য
পাপস্খলন না হলে তো মুক্তি ওদের মিলবে না।

১০৭৯
প্রিয়জনের সোহাগ পেলে নিষ্প্রয়োজন অলংকার
একটা পুঁতির মালাও তখন দামি জহরতের হার।
কাটবে জীবন খোশমেজাজে কী সুস্বাদু পান্তাভাত
মিলবে নাকো পৃথিবীতে এই সম্ভার কোথাও আর।

১০৮০
নিঃস্ব হলেও মা রয়েছে এটাই আমার অহংকার
শুধু মা-তেই তুষ্ট আমি জগৎসেরা অলংকার।
মা'র আঁচলের ধোঁয়ার গন্ধ শুঁকে আমি তৃপ্তি পাই
সারাজীবন রইলে কাছে কোনও কিছুই চাই না আর।

© অজিত কুমার কর