রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৬৯
১০৭৩
জোগিয়ে যায় সারাজীবন বৃক্ষরাজি ফুল ও ফল
ইচ্ছে করে কিছু করি জোগাও যদি একটু বল।
আমার অতি অল্প আয়ু গাছের চেয়ে অনেক কম
স্বল্প পুঁজি দিয়েও কেমন নয়ন মেলে শ্বেতকমল।
১০৭৪
পৃথিবীকে শক্তি দিতে একাই একশো সূর্য ত
যা দিয়েছ ওতেই ধন্য চাহিদা নেই আর তত।
স্বল্প পুঁজি পেলেও কিছু ধরাকে দেয় মৌমাছি
ওদের মতো আমারও তো কিছু দেওয়াই সংগত।
১০৭৫
খুবই অল্প পরিসরে কাটিয়ে দেওয়া যায় জীবন
নিষ্প্রয়োজন অট্টালিকার চলুক শুধু বন সৃজন।
মাথার ওপর নীল চাঁদোয়া বর্ষাকালে তালপাতা
নীল যমুনায় করব সিনান এটাই তখন বৃন্দাবন।
১০৭৬
পাথরেও ফোটায় হাসি ছেনি দিয়ে দক্ষতায়
মা'র হাসিমুখ দেখেই শিশু মহানন্দে কলকলায়।
দর্শকেরও আনন্দ তাই উছলে পড়ে প্রশস্তি
কী পারে না কৃতি ভাস্কর তাইতো অমরত্ব পায়।
© অজিত কুমার কর