রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৬৮

১০৬৯
ধরে থাকো শক্ত করে যেন শিথিল না হয় হাত
ছেড়ে দিলেই হারিয়ে যাব এক পলকে তৎক্ষণাৎ।
সঁপেছি তো এই মন প্রাণ সেদিন প্রথম দর্শনেই
ধরে রাখার দায় তোমারই জগদীশ্বর জগন্নাথ।

১০৭০
নীল পাখিটা দূত আমারই দেয়নি নাকি সুখবর
কী বলে, মন দিয়ে শোনো এই বসন্তে বাঁধব ঘর।
তৈরি থেকো আনতে যাবে সুসজ্জিত পালকি এক
ফাগুন মাসের পূর্ণ শশী পেয়ে গেছে এই খবর।

১০৭১
একা একা বাঁচা কঠিন তাই চেয়েছি সাহায্য
ইচ্ছে হলে করতে পার অনায়াসে অগ্রাহ্য।
মহাশক্তিশালী সিংহ ইঁদুরও তার প্রাণ বাঁচায়
ভারতবর্ষ মাতৃভূমি, অনৈক্যতেই বিভাজ্য।

১০৭২
এত বৃক্ষরাজির ভিতর নেই কারুরই বৈরী ভাব
শ্রেষ্ঠ জীবের মধ্যে দেখি এটার খুবই প্রাদুর্ভাব।
কেন এমন দড় মানব নিষ্ঠুরতায়, জিঘাংসায়
নিরপরাধ প্রাণী মেরে ভূমণ্ডলে কার হয় লাভ।


© অজিত কুমার কর