রুবাইয়াৎ-অজিত কুমার ২৬৬
১০৬১
একটু অন্যরকম বাজে কাঁকনজোড়া ওর হাতে।
অন্ধ তবু বুঝতে পারি রাখতে বলি হাত হাতে।
কত নারীর আনাগোনা এই ভুবনে চারপাশে
চিনতে কোনও ভ্রান্তি হলেই পড়তে হতো লজ্জাতে
১০৬২
যত খ্যাতি মৃত্যুর পর কবি-শিল্পী-ভাস্করের
জীবদ্দশায় পায় না কদর নিষ্ঠাভরা তাঁর কাজের।
কোটি টাকায় বিকোয় ছবি কবির জোটে প্রশংসা
নিরপেক্ষ বিচার কোথায়, করুণ চিত্র এ বিশ্বের।
১০৬৩
যখন শিমুল পলাশ ফোটে পুলকিত হয় এ মন
ফাগের রঙে রঙিন তখন শ্রীরাধিকার বৃন্দাবন।
বারেবারে তখন আবার কোয়েলাও সুর তোলে
কুড়িয়ে রাখি কয়েকটা ফুল এলেই করব সমর্পণ।
১০৬৪
ফুলবাগিচার মালি বলে নয়কো মোটেও লজ্জিত
পুষ্প-চয়ন করতে দেখলে সশঙ্কিত কম্পিত।
শিশুর শোভা মাতৃক্রোড়ে ফুলের শোভা উদ্যানে
অমন অপকর্ম দেখে মধুকরও হয় ভীত।
© অজিত কুমার কর