রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৬৪
১০৫৩
ইহকালের এই বন্ধন পরকালেও থাকুক, চাই
জনম জনম কেবলমাত্র যেন তোমার স্পর্শ পাই।
দিনের পরে রাত্রি আসে রাত্রিশেষে দিন আবার
মৃত্যু যেন পালা বদল নটনটীদের বিরাম নাই।
১০৫৪
ভালোবাসি' ভাবা সহজ করা কঠিন উচ্চারণ
এতদিন তাই হয়নি বলা যদিও সাথেই বিচরণ।
কত গোলাপ মলিন হল জামার গুপ্ত পকেটে
পারব কবে জানি না তা, অবিন্যস্ত এ জীবন।
১০৫৫
আপন স্বার্থ কায়েম করতে নেতানেত্রী পারঙ্গম
অর্থের লোভ, ক্ষমতার লোভ মোটেও ওদের নয়কো কম
জেতার পরেই রোজ দুবেলা চলে তদ্বির লাগাতার
পেলেই স্রোতস্বিনীর মতোই হবে প্রচুর অর্থাগম।
১০৫৬
নদীর কাজ তো বয়ে যাওয়া সমুদ্র যে অনেক দূর।
জিরিয়ে নেবার সময় কোথায় অবিশ্রান্ত সুর মধুর।
শেষ প্রহরে মন্দগতি উচ্ছলতা রয় না আর
আলিঙ্গনে বদ্ধ নদী ফেনিল তখন সমুদ্দুর।
© অজিত কুমার কর