রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৬৩

১০৪৯
শুধু গাছেই ফোটে না ফুল, ফোটে মাতৃজঠরে
এ ফুল থেকে বঞ্চিত যে আনন্দ নেই তাঁর ঘরে।
সঠিক যত্ন না যদি পায় ঝরে যায় তা অকালে
প্রস্ফুটিত হলে তবেই, সুবাসে যায় মন ভরে।

১০৫০
জীবন এখন আকুপাকু তৃষায় কাতর প্রচন্ড
প্রাণ জুড়াবে স্বস্তি পাব বাঁচর ইচ্ছা দু' দন্ড।
নিরুদ্বিগ্ন, ভ্রুক্ষেপ নেই ভাবছ তুমি কার কথা
চাও না কী এ প্রাণটা বাঁচুক তবে কেন এ দন্ড।

১০৫১
যমজ শিশু গভীর ঘুমে, তন্দ্রাচ্ছন্ন মা ওদের
বিষণ্ণতা খুবই প্রকট কম্পিত ভ্রু দুই চোখের।
শত্রু এলে পারবে কী সে রক্ষা করতে জোড়া প্রাণ
জননী তাই শিউরে ওঠে, কুলকিনারা নেই ভয়ের।

১০৫২
ভাবসাগরে ভেসে বেড়াই কোথায় তুমি কিঙ্করী
হঠাৎ নয়ন মেলে দেখি ধূপের ধোঁয়ায় অপ্সরী!
এক মুহূর্তে হারিয়ে যেতেই হলাম খুবই বিস্মিত
বিহ্বলতা কাটাই কীসে, দাও-না বলে শঙ্করী।

© অজিত কুমার কর