রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৬২
১০৪৫
বাঁধলে আমায় এ-বসন্তে আহেলি-প্রেম-বন্ধনে
দোল দোল দোল দোলনা দোলে নিরালা এই অঙ্গনে।
আকাশ কেমন উঠল রেঙে রং লেগেছে কপোলে
একটু পরেই উঠবে শশী মাতব দুজন গুঞ্জনে।
১০৪৬
এত কীসব ভাবছ বসে নাড়ছে কড়া বসন্ত
দুয়ার খুলে বাইরে এসো যৌবন নয় অনন্ত।
তোমার জন্য যা এনেছি সমর্পণের প্রতীক্ষায়
দেখ দেখ বাইরে কেমন খেলছে হোলি দিগন্ত।
১০৪৭
সাজিয়েছি কেমন তোমায় দেখ গিয়ে আয়নাতে
আগে আমি পরিয়ে দেব সোনার কাঁকন দুই হাতে।
অবাক হয়ে ভাবছ তুমি, 'এ তো বোধ হয় নয় আমি'
ঠিক তখনই জড়িয়ে ধরি পারলে না আর আটকাতে।
১০৪৮
অন্তরঙ্গ থাকি দু'জন আমার এ মন এটাই চায়
দুশ্চিন্তার ভাগাভাগি পড়লে কোনও সমস্যায়।
তুমি মাঝি আমি দাঁড়ি চড়ব যখন নৌকাতে
ঢেউ কাটিয়ে ফিরব তটে ঝড় হবে না অন্তরায়।
© অজিত কুমার কর