রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৬১

১০৪১
মা যে আমার বনের পাখি মন পড়ে না খাঁচাতে
সুযোগ খোঁজে উড়াল দেবার আপনার প্রাণ বাঁচাতে।
কৃতকার্য হইনি আমি, আমি চরম অসফল।
মনস্তাপে পুড়ছি এখন ফাঁক ছিল পাহারাতে।

১০৪২
রোদ পোহানো হল না আজ বাধ সেধেছে কুয়াশা
আমার মতো দীনদরিদ্রের অপূর্ণ রয় তাই আশা।
শীতের ছোবল কাঁপন ধরায় আগুন জ্বালতে বাধ্য হই
বেলা বাড়লে সূর্যদেবের তাপেই কাটে ধোঁয়াশা।

১০৪৩
যতই আসুক বৃষ্টি ঝেঁপে ছাতা মোটেও খুলবে না
ভিজব আমি ভিজবে তুমি না ভিজলে প্রেম জমবে না।
বৃষ্টি হচ্ছে মুষলধারায় এগিয়ে যাচ্ছি আমরা বেশ
চুপ করে নেই সরব আমরা এমন সুযোগ মিলবে না।

১০৪৪
সুনীল আকাশ স্নিগ্ধ বাতাস পেতে চায় সব বিহঙ্গ
খাঁচায় বন্দি করে ওকে দেখতে চাও ওর কী রঙ্গ?
তোমায় যদি বন্দি করে রাখে কোনও জেলখানায়
তাহলে ঠিক নড়বে টনক কাটবে জীবন নিঃসঙ্গ।

© অজিত কুমার কর