রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৫৮

১০২৯
কার চিন্তায় মগ্ন তুমি বিষণ্ণতায় মুখ মলিন
অস্থিরতা যাচ্ছে বেড়ে আলো যত হচ্ছে ক্ষীণ।
বৃক্ষরাজি সমব্যথী একটি পাতাও নড়ছে না
পদধ্বনি কানে এলেই নাচবে হৃদয় তাধিন ধিন।

১০৩০
হারিয়ে যাই কোন অলকায় তোমার সুরের মূর্ছনায়
ও পথ দিয়ে যাই প্রতিদিন শুনলে দু'পা থমকে যায়।
কোথায় যাব সব ভুলে যাই দাঁড়িয়ে থাকি ততক্ষণ
যতক্ষণ না গান শেষ হয় চরণ নাহি চলতে চায়।

১০৩১
যাযাবর মন স্বভাবত আমিও তাই বেদুইন
দিবারাত্র দুইই সমান সর্বদা রই উদাসীন।
আমি একটা ছন্নছাড়া শূন্য আমার ভয়ভীতি
প্রান্তসীমায় পৌছে যেতে বাকি মাত্র কয়েকদিন।

১০৩২
কোন ফুলকে দেখছি আমি কেউ কী জানে সেই কথা?
ওই দু'চোখে বিশ্বভুবন, আমার নীলমণিলতা!
বোধ হয় তুমি বুঝেই দিলে মুচকি হাসি উপহার
ফলশ্রুতি বিব্রতবোধ, নামল চোখে নম্রতা।

© অজিত কুমার কর